হোম > রাজনীতি

বিডিআর হত্যাযজ্ঞের বিচার বিভাগীয় তদন্ত চাইবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের কাছে বিডিআর হত্যাযজ্ঞের ঘটনা আবার খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত চাইবে বিএনপি। আজ মঙ্গলবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে বাহিনীটিতে কর্মরত ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।

ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে দায়িত্ব নেওয়া সরকারকে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে অনলাইনে বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা যায়, স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে একমত হন যে, নতুন সরকার দুর্নীতির বিচারের পাশাপাশি প্রশাসনিক ও অর্থনৈতিক খাত ও বিচার বিভাগে সংস্কারের জন্য বড় ধরনের উদ্যোগ নিচ্ছে। গ্রহণযোগ্য সংস্কার করতে হলে সরকারকে সময় বেঁধে দেওয়া বাস্তবসম্মত হবে না। এ কারণে সম্ভাব্য দ্রুততম সময়ে ১৩ তম জাতীয় সংসদের নির্বাচন চেয়ে দলের ঊর্ধ্বতন নেতারা ইতিপূর্বে যে বক্তব্য দিয়েছেন, তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

স্থায়ী কমিটি সরকারের নানামুখী সংস্কারের উদ্যোগে সহযোগিতা করারও সিদ্ধান্ত নেয়। 

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী জোরালোভাবে পালনেরও সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা।

প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

হাদির মৃত্যু ঘিরে নৈরাজ্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র: বিএনপি

প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির তীব্র নিন্দা

প্রথম আলো, ডেইলি স্টার পরিদর্শনে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা

কিছু নির্দিষ্ট স্থানে হামলা নির্বাচন বানচালের চেষ্টা কি না, সন্দেহ সালাহউদ্দিনের

আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাভেল পাস পেলেন তারেক রহমান

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে: জুমা

উসকানিতে পা না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের