হোম > রাজনীতি

জনসমুদ্রে পরিণত নয়াপল্টন-ফকিরাপুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ডাকা মহাসমাবেশ শুরু হয়েছে। সরকারের পদত্যাগসহ বিভিন্ন ইস্যু নিয়ে এক দফা দাবি আদায়ে দলটির এই কর্মসূচিতে অংশ নিতে সারা দেশ থেকে নেতা-কর্মীরা উপস্থিত হয়েছেন ঢাকার নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল এলাকায়। বেলা বাড়তেই নেতা-কর্মীদের ভিড় বাড়ছেই। বেলা ১টা নাগাদ মহাসমাবেশস্থল ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টন, ফকিরাপুল, রাজারবাগ, আরামবাগ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

আজকের এই কর্মসূচির আগেই বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছিলেন স্মরণকালের সবচেয়ে বেশি মানুষের সমাগম হবে মহাসমাবেশে। ইতিমধ্য জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশস্থল। এদিকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

সমাবেশে আসা নেতা-কর্মীরা বলছেন, আজকের এই কর্মসূচি এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে নেমেছেন বলে জানান।

নারায়ণগঞ্জ থেকে আসা ছাত্রদলের নেতা ইসমাইল বলেন, ‘১৭ কোটি মানুষ আজ একটি দলের কাছে জিম্মি। মানুষ খেতে পারছে না, আমাদের নেত্রীকে তিলে তিলে মেরে ফেলছে। আমরা আর এই স্বৈরাচারের হাতে ক্ষমতা দেব না। তার পতনের পরই ঘরে ফিরব।’ 

ঢাকার ভাটারা থানা বিএনপির কর্মী মাসুম সরকার বলেন, ‘এক দফা এক দাবি আদায় করে তবেই ঘরে ফিরব। ভোট চুরি করে হাসিনাকে আর ক্ষমতায় বসতে দেব না।’

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু