হোম > রাজনীতি

ফেলানীর মতো বাংলাদেশকে ঝুলতে দেওয়া যাবে না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে ফেলানীর মতো কাঁটাতারের বেড়ায় ঝুলতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ফেলানী এবং সীমান্ত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামের সংগঠন আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।

সভায় গয়েশ্বর তাঁর বক্তব্যে বলেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে সামনে একটি যুদ্ধ হবে। সেই যুদ্ধে বিএনপি নেতৃত্ব দেবে। তিনি বলেন, ‘সমস্ত বিবেচনায় আজকে মনে হয় বাংলাদেশটাও কাঁটাতারের বেড়ায় ঝুলে আছে। আমাদের সামনে একটা যুদ্ধ। এই যুদ্ধে যে ডাক দেবে, তার ডাকেই শামিল হবে জনগণ। দেশের জন্য ইয়াহিয়ার চেয়েও ভয়াবহ এই ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য ডাক আমরাই (বিএনপি) দেব। ডাক আমাদের নেতাই দেবে। বাংলাদেশটাকে ফেলানীর মতো কাঁটাতারের বেড়ায় ঝুলতে দেওয়া যাবে না।’ 

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানানো এত সহজ না। আমরা হয়তোবা ভয়ে-ডরে যতটা গতিশীল হওয়া দরকার, ততটা না। তাই বলে বাংলাদেশের মানুষ ভয় পাবে, তা তো না। এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করার দায়িত্ব বিএনপির আছে। তবে বিএনপি সেই দায়িত্ব পালন না করলে জনগণ হাত গুটিয়ে বসে থাকবে, তা-ও না।’ 

গয়েশ্বর বলেন, ভবিষ্যতে এই সরকারেরই শুধু সমাধি হবে না, আওয়ামী লীগেরও রাজনৈতিক সমাধি হবে। সরকারে যত দিন আছে, তত দিনই আওয়ামী লীগ আছে। সরকারে যেদিন থাকবে না, তার পরদিন থেকে আওয়ামী লীগকেও খুঁজে পাওয়া যাবে না। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাবন্দী রাখার অভিযোগ তুলে গয়েশ্বর বলেন, ‘খালেদা জিয়াকে জেল দিয়েছেন। জামিন দেন নাই, চিকিৎসা দিচ্ছেন না। যে দৃষ্টান্ত স্থাপন করছেন, আপনার বিপরীতে যারা আছে, তারা যদি আপনার পথ অনুসরণ করে, তাহলে আপনার ভবিষ্যৎ কত ভয়াবহ, এটা পরিমাপ করা যায়। সে কারণে বলব, সহজ পথে আসেন, সহজ পথে চলেন।’ 

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী অনেক চতুর। তিনি অনেক কথা বলেন। আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলব, যে অপরাধে আপনারা অপরাধী, সেই অপরাধে আপনি আমেরিকাকে অপরাধী করছেন, ভালো কথা। মোমেন সাহেবকে আমি জিজ্ঞেস করব, আপনি বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকাকে কোনো নিষেধাজ্ঞা দেবেন কি না?’ 

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘যেকোনো বিচারেই সরকার ব্যর্থ হয়েছে। এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে শুধু বিএনপি নয়, দলমত-নির্বিশেষে সবাইকে একটা জায়গায় দাঁড়াতে হবে। সেটা করতে পারলে আমরা বেগম জিয়াকে রক্ষা করতে পারব। গণতন্ত্র ও স্বাধীনতা প্রতিষ্ঠা করতে পারব।’ 

আলোচনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। 

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির