হোম > রাজনীতি

দাবদাহের মধ্যে মে দিবসের সমাবেশে শ্রমিক দলের নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। আজ বুধবার বিকেল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৩টা ৩৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। 
 
শ্রমিক দলের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ শেষে এখান থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে শোভাযাত্রা করবেন নেতা-কর্মীরা। 

সরেজমিন দেখা যায়, শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে দুপুর ১২টার পর থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে সমাবেশস্থলে অবস্থান করছেন তাঁরা। 

শ্রমিক দলের ঢাকার বিভিন্ন ইউনিটসহ বিভিন্ন জেলা থেকে ব্যানার, ফেস্টুন, লাল ও সবুজ পতাকা হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতা-কর্মীরা। মাথায় লাল ও সবুজ ক্যাপ পড়ে এবং বাদ্যযন্ত্রসহ নেতা-কর্মীরা সমাবেশে অংশ নিয়েছেন। এ সময় তাঁরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 

এদিকে কর্মসূচিকে ঘিরে নয়াপল্টনে এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা। 

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর

‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে চলে যাচ্ছি’, নিজেই বললেন তারেক রহমান

অন্তর্বর্তী সরকারকে মোদির ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে: আখতার