হোম > রাজনীতি

জামায়াতের নিবন্ধনের জন্য পক্ষভুক্ত হতে ৪৭ নাগরিকের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলে পক্ষভুক্ত হতে আবেদন করেছেন জামায়াত সমর্থক ৪৭ বিশিষ্ট নাগরিক। আজ মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তাঁদের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন এ আবেদন করেন। 

আবেদনকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ড. আব্দুর রব, মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এম উমার আলী, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. কুরবান আলী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সহকারী সেক্রেটারি শেখ আল আমীন, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মো. তাজিরুল ইসলাম, মো. আব্দুল ওয়ারেস, সুপ্রিম কোর্টের ৩১ জন আইনজীবী এবং সাবেক ৮ জন এমপিও রয়েছেন। 

এর আগে দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নির্বাচন নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ আপিল বিভাগে দাখিল করে জামায়াত। 

২০০৯ সালে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি জামায়াতের নিবন্ধন নিয়ে রিট দায়ের করেন। কয়েক দফা শুনানির পর হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে জামায়াত।

জাইমা রহমানের সেলফিতে যে বই নিয়ে আলোচনায় মেতেছে নেটিজেনরা

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

বাসায় পৌঁছেছেন ডা. জুবাইদা ও জাইমা রহমান

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিমানবন্দর সড়কে নিশ্ছিদ্র নিরাপত্তা, গণপরিবহনশূন্য মহাসড়ক

এভারকেয়ারের সামনে কড়া নিরাপত্তা, ভিড় বাড়ছে নেতা-কর্মীদের

তারেক রহমানের ফেরা উপলক্ষে ন্যান্সির গান ‘নেতা আসছে’

তারেক রহমানের প্রত্যাবর্তন: সংবর্ধনা মঞ্চে শরিক দলের নেতারা

এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা, তারেক রহমানকে সমর্থন

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঘোড়ার গাড়িতে করে ৩০০ ফুটের দিকে যাত্রা

ঐক্যবদ্ধভাবে কাজ করব, তারেক রহমানকে স্বাগত জানিয়ে সারজিস