হোম > রাজনীতি

হেভিওয়েট নেতাদের মধ্যে নৌকায় উঠতে পারলেন না যারা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে প্রার্থী দিয়েছে দলটি। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্যে বাদ পড়েছেন ৭১ জন এমপি, যার মধ্যে বর্তমান মন্ত্রিসভার ৩ জন প্রতিমন্ত্রীসহ আছেন সাবেক স্বরাষ্ট্র, তথ্যমন্ত্রীসহ হেভিওয়েট বেশ কয়েকজন।

বাদ পড়াদের মধ্যে আছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু। এছাড়া আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানকে বাদ দিয়ে তার ছেলে রাশেক রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

আওয়ামী লীগের জ্যেষ্ঠ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেনকে বাদ দিয়ে তাঁর স্থলে ছেলে মাহবুবউর রহমান, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর জামাতা হাবিবে মিল্লাত মুন্না, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক বাদ পরেছেন।
 
আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির সাবেক কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক সচিব এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামও বাদ পড়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস সাইফুজ্জামান শিখর, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পংকজ নাথ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুর মোহাম্মদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত, বীকন ফার্মাসিউটিক্যালস-এর ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম বুলবুল এবং সুবিদ আলী ভূঁইয়া। বর্তমান সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস ও হুইপ সামশুল হক চৌধুরীও বাদ পড়েছেন।

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির