হোম > রাজনীতি

ওবায়দুল কাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে বলছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের কঠোর সমালোচনা করেছে বিএনপি। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে ওবায়দুল কাদেরকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করছে দলটি। 

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করে দলের পক্ষ থেকে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তারেক রহমান ‘বিদেশি নাগরিক’ বলে দাবি করেন ওবায়দুল কাদের। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও বিদেশি নাগরিক তারেক রহমান কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন—দলটির মহাসচিবকে সেই প্রশ্ন করেন তিনি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন দেশের নাগরিক, তিনি কখন অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন, তা বলেননি ওবায়দুল কাদের।

কাদেরের বক্তব্য প্রসঙ্গে সংবাদ সম্মেলনে গত সোমবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং অন্য কোনো দেশের নাগরিকত্বের জন্য তিনি আবেদনও করেননি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকারের চক্রান্তের ফলে তিনি নির্বাসিত অবস্থায় বৈধভাবেই যুক্তরাজ্যে অবস্থান করছেন। জনাব কাদেরের বক্তব্য সম্পূর্ণরূপে ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত। অসত্য তথ্য প্রদানের জন্য বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে সভা মনে করে।’ 

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত