হোম > রাজনীতি

বঙ্গবন্ধুর খুনিদের চাকরি দিয়ে পুনর্বাসন করেছে বিএনপি: আখাউড়ায় আইনমন্ত্রী 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বিএনপি তাদের চাকরি দিয়ে পুনর্বাসন করেছে। আজ শনিবার সকালে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশ সংবিধান নিয়ে বিএনপি ও জাতীয় পার্টি স্বৈরাচারের সময় অনেক ফুটবল খেলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। এ সময় বিএনপির উদ্দেশে আইনমন্ত্রী বলেন, যারা আইনের সুশাসন নেই বলে, তারা নিজেরাই আইন জানে না।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কথা টেনে আনিসুল হক বলেন, ‘জাতির পিতাকে যারা সপরিবারে হত্যা করেছিল, সেই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, তাদের কারও বিচার করতে পারবে না বলে আইন পাস করেছিলেন খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান। বিএনপি সেটাই আইনের শাসন মনে করে। আমরা মনে করি যেখানে আইন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এখন আইনের শাসনই দেশে আছে এবং নৈরাজ্য নেই। হত্যার বিচার হয় না, এমন কথা কেউ বলতে পারবে না। বিএনপি যেখানে জিয়াউর রহমানের হত্যার বিচার করতে পারে নাই, তাদের আবার আইনের শাসনের কথা। এই যে বক্তব্য দিতে পারছে, কথা বলতে পারছে—এটাই তো গণতন্ত্র। আমাদের সময় আইনের বইয়ে যা লেখা আছে জনগণকে তা পালন করতে হয়। সরকার সেটা পালন করে, আর সেটা হলো আইনের সুশাসন।’

আইনমন্ত্রী ঢাকা থেকে মহানগর প্রভাতি ট্রেনে আখাউড়ায় আসলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।

নির্বাচনী প্রচারণা: প্রচারে আক্রমণ ছেড়ে প্রতিশ্রুতিতে জোর

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান

তারেক রহমান টাঙ্গাইলে আসছেন শনিবার

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, ভোট দিয়ে তা প্রমাণ করবেন: তারেক রহমান

যাদের কারণে দেশে ফেরা, কেউ কেউ তাদের স্বীকার করতে চান না: জামায়াত আমির

জামায়াত এখন আর সিনে নাই, শুধু আতঙ্ক ছড়াচ্ছে: সেলিমা রহমান

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ৬ মাস, পিতৃত্বকালীন ১ মাসের ছুটির অঙ্গীকার

বছরে ৩০ হাজার তরুণের সামরিক প্রশিক্ষণের অঙ্গীকার এনসিপির

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ, যা আছে এতে