হোম > রাজনীতি

ঢাকা মহানগরের চার ইউনিটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিনিধি, ঢাবি

ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৩ জুন) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ কমিটিতে ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক জসিম সিকদার রানা, সদস্যসচিব রুহুল আমিন সোহেল; দক্ষিণে আহ্বায়ক শাহ আলম ওরফে পাভেল শিকদার, সদস্যসচিব নিয়াজ মাহমুদ ওরফে নিলয়। পূর্বে আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্যসচিব মোহাম্মদ আল আমিন এবং পশ্চিমে আহ্বায়ক হিসেবে মহসিন সিদ্দিকী রনি ও সদস্যসচিব হিসেবে আশরাফুল হোসেন মামুনের নাম উল্লেখ করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের অনুমোদনে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে এই নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে নিজ ইউনিটের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটি প্রসঙ্গে দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল আজকের পত্রিকাকে বলেন, ছাত্রদলের বর্তমান নেতৃত্ব খুবই দূরদর্শী ও সাংগঠনিক। এরই অংশ হিসেবে বেশ কিছুদিন আগে চার মহানগরের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বর্তমান পরিবেশ, পরিস্থিতি বিবেচনা করে সৃজনশীল ও দক্ষ নেতৃত্বের কথা বিবেচনায় রেখে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা