হোম > রাজনীতি

বিএনপি কার্যালয়ের সামনে আওয়ামী লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আরামবাগ মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে আরামবাগ মাঠে এসেছেন। এ সময় আওয়ামী লীগের একাধিক মিছিলকে নয়াপল্টন সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়। 
 
জনসভায় যোগ দিতে সকাল থেকেই ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসেছেন। দুপুর ২টার পরে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে আসতে দেখা যায়। এ সময় নেতা-কর্মীরা বিএনপির বিরুদ্ধে নানা স্লোগান দেন। বিএনপির কার্যালয় ছিল তালাবদ্ধ। সামনে সারিবদ্ধভাবে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের অনুসারীরা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে বিশাল মিছিল নিয়ে আরামবাগের দিকে যান। 
 
নয়াপল্টন এলাকায় ময়মনসিংহ আওয়ামী লীগের কর্মী সাব্বির হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকারকে পতন করতে বিএনপি যে অরাজকতা করছে এর প্রতিবাদে আজকে ঢাকার সমাবেশে এসেছি। নয়াপল্টন এলাকায় আমাদের নেতা-কর্মীদের অবস্থান দেখেও ভালো লাগছে। কারণ গত সপ্তাহে এখান থেকে বিএনপি অরাজকতা করেছিল। কিন্তু আজ তাঁদের দেখা যাচ্ছে না।’ 

এদিকে ফকিরাপুল, শাহজাহানপুর, দৈনিক বাংলা, মতিঝিল, কমলাপুরসহ আশপাশের এলাকা দিয়েও মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরামবাগের দিকে যান। 

অল্প কিছুক্ষণের মধ্যেই সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি