হোম > রাজনীতি

বিএনপি কার্যালয়ের সামনে আওয়ামী লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আরামবাগ মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে আরামবাগ মাঠে এসেছেন। এ সময় আওয়ামী লীগের একাধিক মিছিলকে নয়াপল্টন সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়। 
 
জনসভায় যোগ দিতে সকাল থেকেই ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসেছেন। দুপুর ২টার পরে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে আসতে দেখা যায়। এ সময় নেতা-কর্মীরা বিএনপির বিরুদ্ধে নানা স্লোগান দেন। বিএনপির কার্যালয় ছিল তালাবদ্ধ। সামনে সারিবদ্ধভাবে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের অনুসারীরা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে বিশাল মিছিল নিয়ে আরামবাগের দিকে যান। 
 
নয়াপল্টন এলাকায় ময়মনসিংহ আওয়ামী লীগের কর্মী সাব্বির হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকারকে পতন করতে বিএনপি যে অরাজকতা করছে এর প্রতিবাদে আজকে ঢাকার সমাবেশে এসেছি। নয়াপল্টন এলাকায় আমাদের নেতা-কর্মীদের অবস্থান দেখেও ভালো লাগছে। কারণ গত সপ্তাহে এখান থেকে বিএনপি অরাজকতা করেছিল। কিন্তু আজ তাঁদের দেখা যাচ্ছে না।’ 

এদিকে ফকিরাপুল, শাহজাহানপুর, দৈনিক বাংলা, মতিঝিল, কমলাপুরসহ আশপাশের এলাকা দিয়েও মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরামবাগের দিকে যান। 

অল্প কিছুক্ষণের মধ্যেই সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ