হোম > রাজনীতি

আ. লীগের নির্বাচন ভয় পাওয়ার কোনো ইতিহাস নেই: পরিকল্পনামন্ত্রী

জাবি প্রতিনিধি

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘আমরা একটি গর্বিত জাতি। আমরা রাজনীতি ভয় পাই না। রাজনীতি কোনো ঘৃণার বিষয় না।’

আজ শনিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে পরিসংখ্যান বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এমএ মান্নান। 

মন্ত্রী বলেন, ‘আমরা জাতি হিসেবে এক। আমাদের মাতৃভূমি, মাতৃভাষা, সংস্কৃতিতে ধরে রাখতে প্রয়োজন জাতীয় ঐক্যের। অনেকেই অবৈধভাবে মসনদে বসার চেষ্টা করে, কিন্তু শেখ হাসিনা সরকারের সেই বাসনা নেই। যদি কেউ যদি ক্ষমতায় আসতে চায় তাহলে অবশ্যই নির্বাচনের মাধ্যমে আসতে হবে। আমরা কখনোই নির্বাচন ভয় পাই না। আওয়ামী লীগের নির্বাচন ভয় পাওয়ার কোনো অতীত ইতিহাস নেই। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু স্বাধীনতা অর্জনেই নয়, দেশ গড়ার পেছনেও অগ্রণী ভূমিকা রেখেছে।’ 

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অনেক জাতির জন্য বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য শিক্ষণীয়। নিউইয়র্কের বিশাল ঝড়ের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে।’ 

বিশেষ অতিথির বক্তব্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সব সময় একটি কথা বলেন—বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে। আপনারা সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন।’ 

এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সালেহ আহমেদ বলেন, ‘পরিসংখ্যান ছাড়া একটি দেশের উন্নতি হলেও আশানুরূপ উন্নতি হবে না। খবরের কাগজ দেখলেই বাংলাদেশের উন্নয়নের পরিসংখ্যান দেখা যায়। আমার অনেক দিনের শিক্ষকতা অভিজ্ঞতায় দেখেছি, যেখানে মেয়েদের অংশগ্রহণের বেশি সুযোগ থাকে সেখানে দ্রুত উন্নতি হয়। বাংলাদেশের মেয়েরা ছেলেদের তুলনায় অনেক পিছিয়ে আছে। বাংলাদেশ সরকারের উচিত তাদের জন্য আরও বেশি কাজ করা।’ 

অনুষ্ঠানে ড. মোহা. মুজিবের সভাপতিত্বে আরও বক্তব্য দেন—রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নুরুল আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব শফিকুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সভাপতি আলমগীর কবির প্রমুখ।

৩১ আসনে মনোনয়নপত্র জমা দিল জেএসডি

এনসিপিতে তিন ধরনের বিদ্রোহী নেত্রী

নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা জাসদের

জামায়াতের আমিরের হাতে নগদ টাকা আছে ৬১ লাখ

মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা

এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন না যুবশক্তি নেত্রী দ্যুতি

নির্বাচনে অংশ নিচ্ছেন না এনসিপি নেত্রী সামান্তা শারমিন

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ