হোম > রাজনীতি

জাপার কেন্দ্রীয় নেতা ইসহাক ভূঁইয়া আর নেই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া আর নেই। আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জাপার দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। 

জাপার কেন্দ্রীয় নেতা ইসহাক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

শোক বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, ‘ইসহাক ভূঁইয়া দেশ রক্ষার জন্য অকুতোভয় যুদ্ধ করেছেন। তিনি একজন আদর্শবান ভালো মানুষ ছিলেন। তিনি জাতীয় পার্টির নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি হারাল একজন বীর সন্তানকে আর আমরা হারালাম একজন ত্যাগী নেতাকে।’ 

আরেক শোকবার্তায় ইসহাক ভূঁইয়ার মৃত্যুতে শোক ও দুঃখ জানিয়েছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

রাজ্জাক খান জানান, ইসহাক ভূঁইয়ার মরদেহ রোববার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টায় আনা হবে। বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। 

ইসহাক মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। 

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ

এনসিপির নির্বাচনী ‘ক্রাউডফান্ডিং’ শুরু, প্রার্থীকে সরাসরি টাকা দেওয়া যাবে

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ