হোম > রাজনীতি

জাপার কেন্দ্রীয় নেতা ইসহাক ভূঁইয়া আর নেই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া আর নেই। আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জাপার দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। 

জাপার কেন্দ্রীয় নেতা ইসহাক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

শোক বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, ‘ইসহাক ভূঁইয়া দেশ রক্ষার জন্য অকুতোভয় যুদ্ধ করেছেন। তিনি একজন আদর্শবান ভালো মানুষ ছিলেন। তিনি জাতীয় পার্টির নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি হারাল একজন বীর সন্তানকে আর আমরা হারালাম একজন ত্যাগী নেতাকে।’ 

আরেক শোকবার্তায় ইসহাক ভূঁইয়ার মৃত্যুতে শোক ও দুঃখ জানিয়েছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

রাজ্জাক খান জানান, ইসহাক ভূঁইয়ার মরদেহ রোববার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টায় আনা হবে। বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। 

ইসহাক মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। 

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী