হোম > রাজনীতি

নয়াপল্টনে বিএনপির সমাবেশ, একই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশের ঘোষণা আ.লীগের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদা জিয়া ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার (২৬ এপ্রিল) নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগও একই দিনে সমাবেশের ঘোষণা দিয়েছে। বেলা ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বেলা ৩টা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচনের দাবিতে ২০২২ সালের মাঝামাঝি থেকে সারা দেশে সমাবেশ করেছিল বিএনপি। এরপর ওই বছরের ডিসেম্বরে রাজধানীতে বিভাগীয় সমাবেশ করে দলটি। যার পাল্টা রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ ডেকেছিল আওয়ামী লীগ। এরপর গত বছরের ২৮ অক্টোবর পর্যন্ত রাজধানীতে বিএনপির পাল্টা সমাবেশ করেছিল আওয়ামী লীগও। 

আওয়ামী লীগ নেতাদের দাবি, সমাবেশকে কেন্দ্র করে বিএনপি যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, এ জন্য সতর্কতার অংশ হিসেবে তাঁদের নেতা-কর্মীরাও মাঠে থাকবে।

ইসলামপন্থী রাজনীতিতে মেরুকরণ: ভোটের সমীকরণে কে এগিয়ে গেল

নির্বাচনী সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

নাগরিক শোকসভা: বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন দেশের নেত্রী

জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন জোট ছাড়বে, প্রত্যাশা করিনি: আসিফ মাহমুদ

পোস্টাল ভোট বন্ধ করতে চাওয়া অশনিসংকেত: আসিফ মাহমুদ

খালেদা জিয়ার চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা ছিল: এফ এম সিদ্দিকী

আমরা শিষ্টাচারবহির্ভূত আচরণ করি না—ইসলামী আন্দোলনের অভিযোগের প্রতিক্রিয়ায় জামায়াত

উত্তরায় অগ্নিকাণ্ডে হতাহতে জামায়াতের আমিরের শোক