হোম > রাজনীতি

নয়াপল্টনে বিএনপির সমাবেশ, একই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশের ঘোষণা আ.লীগের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদা জিয়া ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার (২৬ এপ্রিল) নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগও একই দিনে সমাবেশের ঘোষণা দিয়েছে। বেলা ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বেলা ৩টা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচনের দাবিতে ২০২২ সালের মাঝামাঝি থেকে সারা দেশে সমাবেশ করেছিল বিএনপি। এরপর ওই বছরের ডিসেম্বরে রাজধানীতে বিভাগীয় সমাবেশ করে দলটি। যার পাল্টা রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ ডেকেছিল আওয়ামী লীগ। এরপর গত বছরের ২৮ অক্টোবর পর্যন্ত রাজধানীতে বিএনপির পাল্টা সমাবেশ করেছিল আওয়ামী লীগও। 

আওয়ামী লীগ নেতাদের দাবি, সমাবেশকে কেন্দ্র করে বিএনপি যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, এ জন্য সতর্কতার অংশ হিসেবে তাঁদের নেতা-কর্মীরাও মাঠে থাকবে।

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের