হোম > রাজনীতি

‘শ্রীলঙ্কার রাজা পালাতে পারলেও এ দেশের কেউ পালাতে পারবেন না’

বরিশাল প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেছেন, ‘শ্রীলঙ্কার রাজা পালাতে পারলেও এ দেশের কেউ পালাতে পারবেন না। খুব বেশি দিন লাগবে না, এ সরকারেও পতন হবে। বিদায়ের বেশি দিন বাকি নেই, সময় হয়ে গেছে।’ আজ শনিবার বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বরিশাল নগর বিএনপির উদ্যোগে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুতের টাকা সরকার বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করে জয়নাল আবেদীন বলেন, ‘সরকার বিদ্যুতের টাকা বিদেশে পাচার করেছে তাই দেশের মানুষ আজ বিদ্যুৎ পাচ্ছে না। তাঁরা লোডশেডিংয়ে ভুগছেন।’ 
 
জয়নাল আবেদীন আরও বলেন, ‘সরকার একটা ভুয়া নির্বাচন কমিশন বানিয়েছে। সরকার বলে, নির্বাচন নিরপেক্ষ হবে। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’

সমাবেশে কর্মীদের উপস্থিতি কম হওয়ায় সমাবেশের নেতা–কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মহানগর বিএনপিতে আপনারা সংখ্যায় অনেক আছেন কিন্তু এসেছেন কম। মিটিংয়ে এত অল্পসংখ্যক লোক দেখে ভীষণ কষ্ট লেগেছে। আশা করি ভবিষ্যতে আপনারা সংখ্যায় বেশি থাকবেন।’ 

সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল নগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, নির্বাহী সদস্য আবু নাসের, মো. রহমতুল্লাহ, মেজবাহ উদ্দিন ফরহাদ ও এবায়দুল হক চান সহ আরও অনেকে। সভায় সঞ্চালনা করেছেন মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ। 

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান

হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জামায়াত

বক্তব্যে ভুয়া ছবির উল্লেখ করায় রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক

গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ: আমীর খসরু

হাদি আমার সন্তান সমতুল্য, গুলিবিদ্ধের সংবাদে মানসিকভাবে আহত হয়েছি: মির্জা আব্বাস

ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আনার প্রক্রিয়া দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম