কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে আবারও নিজেদের সমর্থনের কথা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে শিক্ষার্থীদের এই আন্দোলনে মাঠে নামারও ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রদল নিজেদের ব্যানারে এই আন্দোলনে কোনো কর্মসূচি দেবে না। তবে শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব দাবির সঙ্গে ছাত্রদল একমত রয়েছে। তাদের সঙ্গে একই ব্যানারে ছাত্রদল পাশে ছিল এবং থাকবে।’
এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান ছাত্রদলের সভাপতি। তিনি বলেন, ‘সাংগঠনিকভাবে না থাকলেও ছাত্রদল রাজপথে আন্দোলনকারীদের সঙ্গে থাকবে। রাজপথে থেকে লড়াই করার প্রতিশ্রুতি ঘোষণা করছি। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আজ থেকে মাঠে থাকবে ছাত্রদল। তবে ইস্যু ভিন্ন খাতে যেন না যায় তাই ছাত্রদলের ব্যানারে নয়, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রদল কোটা সংস্কার আন্দোলনে থাকবে।’
গত কয়েক দিন ধরেই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা ও ঢাকার বাইরে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী। বিভিন্ন স্থানে ঘটেছে সংঘর্ষের ঘটনাও।
সংবাদ সম্মেলনের আগে কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে মিছিল বের করেন সংগঠনটির নেতা-কর্মীরা।