হোম > রাজনীতি

সময়মতো নির্বাচন হবে, একটু ধৈর্য ধরি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আমীর খসরু ও শামা ওবায়েদ। ছবি: আজকের পত্রিকা

দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং সময়মতো নির্বাচন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এখন শুধু একটু ধৈর্য ধরতে হবে। আমরা একটু ধৈর্য ধরি, একটু সময় দিই।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লন্ডন বৈঠক জাতির জন্য ইতিবাচক ঘটনা বলে মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘আমি তো মনে করি লন্ডনে যে বৈঠক হয়েছে, জাতির জন্য একটা বড় ইতিবাচক ঘটনা ঘটেছে। বৈঠকটাকে আমরা সেভাবেই দেখি। এটিকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে ভবিষ্যতে সামনে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না।’

তিনি আরও বলেন, ‘খুবই সুষ্ঠু বিবেচনাপ্রসূত আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমরা একটু ধৈর্যসহকারে এগোতে থাকি।’

সময়মতো নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, ‘আমি মনে করি, সবকিছুর সমাধান আগামী দিনে হবে এবং দেশে সময়মতো নির্বাচন হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য এতদিন যে ত্যাগ স্বীকার করেছি আমরা, সেটা সময়মতো হবে। দেশ সেদিকেই যাচ্ছে, আমরা বিশ্বাস করি।’

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল