হোম > রাজনীতি

কারাগারে কোয়ারেন্টিনে মির্জা ফখরুল ও আব্বাস

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনে তাঁদের রাখা হয়েছে বলে জানা গেছে। 

আজ শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম। 

গত বুধবার গ্রেপ্তার হওয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকেও একই ভবনে রাখা হয়েছে। 

আদালত সূত্র বলছে, শুক্রবার বিকেলে আদালতে তোলার পর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কারাগারে আটক রাখার আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত আবেদন আমলে নিয়ে বিএনপির শীর্ষ দুই নেতাকে কারাগারে পাঠান। সন্ধ্যার পর থেকে তাঁরা কারাগারে অবস্থান করছেন।

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহাবুবুল ইসলাম বলেন, ‘কারাবিধি মোতাবেক নতুন বন্দীদের কোয়ারেন্টিনে রাখা হয়। তাই বিএনপির নেতাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আপাতত তাঁরা সাধারণ বন্দী হিসেবে রয়েছেন।’ 

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেল

২০০৭-২৫: ৩৭ মামলার সব কটি সশরীরে থেকে মোকাবিলা করেছেন খালেদা জিয়া

এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব: তারেক রহমানের পোস্ট

খালেদা জিয়া অন্যায়ের কাছে মাথা নত করেননি, নিজেকে বিজয়ী প্রমাণ করেছেন: মঈন খান

জরুরি বৈঠকে বিএনপি, এভারকেয়ার থেকে যোগ দিলেন তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পার্টির দুই অংশের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতার শোক

খালেদা জিয়ার মৃত্যু: সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মহাপ্রয়াণ

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী