জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন থেকে নানা রোগে আক্রান্ত হয়ে দেশে-বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জাপা'র দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।
মাসুদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের ও দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। পৃথক শোক বার্তায় মাসুদার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তাঁরা।