হোম > রাজনীতি

ইউএনও-ওসিদের রদবদলকে ‘হাস্যরসোদ্দীপক নাটিকা’ বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির সিদ্ধান্তকে ‘তামাশার নাটিকা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ইউএনও ও ওসিদের রদবদলের সিদ্ধান্তটিও আওয়ামীমনা ওসি-ইউএনওদের রদবদল মাত্র। সমগ্র প্রক্রিয়াটিও হাসি-তামাশার নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা।’ 

আজ রোববার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, ‘দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, আক্রমণ, হামলা, হত্যা ও জখমের এক ভয়ানক সহিংস পরিবেশের মধ্যে চরম ভয়-ভীতির মধ্যে দিন যাপন করছে, সেখানে নির্বাচন কমিশন কিসের প্রশাসনিক রদবদল করছে? বিএনপির নেতা-কর্মীরা যখন ঘরছাড়া, এলাকাছাড়া তখন কমিশন পৃথিবীর সর্ব যুগের নিকৃষ্টতম নির্বাচনের তামাশার আয়োজনের প্রতি জনগণের মোটেও কোনো ভ্রুক্ষেপ নেই। যে নির্বাচনে ৬০টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, সেই নির্বাচন নিয়ে এত তোড়জোড় করতে কিসের কৃতিত্ব দেখাচ্ছেন কাজী হাবিবুল আউয়াল।’ 

এ সময় নেতা-কর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ২৩০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ১০টি মামলায় ৯৮৫ জনের বেশি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।’ 

এ সময়ে বিভিন্ন হামলায় অর্ধশত নেতা-কর্মী আহত ও একজন নিহত হয়েছেন বলেও অভিযোগ করেন রিজভী। নিহত ব্যক্তি মো. ফোরকান আলী (৪২) যুবদলের নেতা। 

এর আগে নবম দফায় অবরোধের সমর্থনে গতকাল শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। সকালে রাজধানীর কাকরাইল মোড় থেকে শান্তিনগর কর্ণফুলী মার্কেট পর্যন্ত ঝটিকা মিছিল বের করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। মিছিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, ‘সরকার ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতার নাটক সাজিয়েছে, ২০১৮ সালে নিশিরাতের ভোটে নাটক সাজিয়ে নির্বাচন-নির্বাচন খেলা করেছে। এবারও তারা “আমরা আর মামুরা” স্টাইলের নির্বাচনের অপচেষ্টা করছে। তারা ভেবেছে, এভাবে একতরফা নির্বাচন করে পার পেয়ে যাবে। সেটি হতে দেওয়া হবে না।’ 

নির্বাচন প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, এবার দেশের জনগণ জেগে উঠেছে। গুলি করে, গ্রেপ্তার করে, মিথ্যা মামলা দিয়ে কোনো লাভ হবে না। জনগণ সরকারের একতরফা নির্বাচন হতে দেবে না, যেকোনো মূল্যে প্রতিরোধ করবে।’

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু