দণ্ড স্থগিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর পক্ষে মত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার মন্ত্রী এমনটি জানান।
তিনি সাংবাদিকদের বলেন, আগের শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর জন্য মতামত দেওয়া হয়েছে। সবকিছু আগের মতোই করা হয়েছে, ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।
দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে একই প্রক্রিয়ায় কয়েক দফা তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। আগামী ২৪ মার্চ খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ শেষ হবে।
একজন কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন আগের মতোই খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়িয়ে নির্বাহী আদেশ জারি করা হবে।