হোম > রাজনীতি

কোটা সংস্কারসহ ৫ দাবিতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার ও ভারতের সঙ্গে হওয়া রেল যোগাযোগ বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন। 

আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আল আমীন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে অংশ নেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হাসান, এম এ হাসিব গোলদার, এইচ এম আবু বকর সিদ্দীক, আলহাজ শফিকুল ইসলাম, মুফতি হোসাইন মুহাম্মাদ কাওছার বাঙ্গালী, মুফতি হাফিজুল হক ফাইয়াজ প্রমুখ। 

বিক্ষোভ সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে পুলিশ কর্মকর্তা মাশরুফ কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির দৃষ্টান্তমূলক শাস্তি, ভারতের সঙ্গে দেশবিরোধী সব চুক্তি বাতিল, কোটা ব্যবস্থা সংস্কার, নৈতিকতাবিরোধী শিক্ষা কারিকুলাম সংশোধন ও দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। 

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, সরকার এখন ভারসাম্যহীন আচরণ করছে। ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী রেল ট্রানজিট দিয়ে আবারও তারা জনগণের মতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 

সীমান্তে বাংলাদেশের বেসামরিক লোককে গুলি করে হত্যা করা, ভারতের স্বার্থ রক্ষা করে সরকার নতজানু পররাষ্ট্রনীতি বন্ধ করে অবিলম্বে চুক্তি বাতিল ও ভারতের সঙ্গে অন্যান্য অমীমাংসিত চুক্তিগুলোর সুরাহার দাবি জানান তিনি। 
 
আবদুল কাইয়ূম বলেন, সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে কোটাবিরোধী আন্দোলন দমাতে চায়। এর আগেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তুলে দিতেও আদালতকে সরকার ব্যবহার করে। 
 
এই সময় তিনি বনখেকো হিসেবে আলোচিত মোশাররফ হোসেনের ছেলে পুলিশ কর্মকর্তা মাশরুফের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করেন। সেই সঙ্গে নবীকে নিয়ে তাঁর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য চাকরি থেকে অব্যাহতিসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

মুফতি মানসুর আহমদ সাকী বলেন, দেশ আজ ভালো নেই। রাজধানীসহ সব শহরে বৃষ্টিতে জলাবদ্ধতা, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোটা প্রথা ফের চালু করে দেশের মেধা ধ্বংসের পাঁয়তারা শুরু করেছে সরকার। কোটার যৌক্তিক সংস্কার করে সর্বোচ্চ ৫ শতাংশ থেকে ১০ শতাংশের মধ্যে আনতে হবে। 
 
সমাবেশ শেষে সংগঠনের ঢাকা উত্তর ও দক্ষিণের নেতা-কর্মীরা মিছিল করেন। তাঁরা বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে পুনরায় বায়তুল মোকাররম উত্তর গে সংলগ্ন ফটো জার্নালিস্ট প্রাঙ্গণে এসে মিছিল শেষ করেন।

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল