হোম > রাজনীতি

স্ত্রীকে এমপি করতে দলের সঙ্গে জি এম কাদেরের বিশ্বাসঘাতকতা, রওশনপন্থীদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুর ব্যর্থতার কারণে জাতীয় পার্টি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উল্লেখ করে জাতীয় পার্টির (রওশনপন্থী) মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেছেন, জি এম কাদের নিজ স্বার্থে দলের স্বার্থকে বিসর্জন দিয়েছেন। 

আজ শনিবার দুপুরে মোহাম্মদপুর টাউন হলে কেন্দ্রীয় জাতীয় ছাত্রসমাজের প্রতিনিধি সভায় তিনি এমন অভিযোগ করেন। 

কাজী মামুনূর রশিদ বলেন, ‘জি এম কাদের নিজ স্বার্থে দলের স্বার্থকে বিসর্জন দিয়েছেন। শুধু তাঁর স্ত্রীকে এমপি করার জন্য দেশের লাখো নেতা-কর্মীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। স্বঘোষিত জনবন্ধু জি এম কাদের দেশবাসীর কাছে প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছেন।’ 

তিনি আরও বলেন, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক মহাসচিব দলটির ভরাডুবি ঘটিয়েছেন। এই বিপর্যয়ের হাত থেকে দলকে রক্ষা করতেই রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। 

বেইমানদের স্থান জাতীয় পার্টিতে নেই জানিয়ে তিনি বলেন, ‘জি এম কাদের এবং চুন্নু এরশাদের রেখে যাওয়া আমানত খেয়ানত করেছেন। তাঁরা মোনাফেক, মিথ্যাবাদী এবং ওয়াদা বরখেলাপকারী। পার্টির সবার সর্বসম্মতিক্রমে রওশন এরশাদ এই মোনাফেকদের দল থেকে অব্যাহতি দিয়েছেন।’ 

প্রতিনিধি সম্মেলনে নকিবুল হাসান নিলয়কে আহ্বায়ক, এস এম রেজাউল ইসলাম হাসিব, মৃধা মো. মিরাজুল ইসলাম রাজ ও এরফান আহমেদকে যুগ্ম আহ্বায়ক এবং আবু সাঈদ লিওনকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ, সাবেক প্রতিমন্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা রফিকুল হক হাফিজ, জাপার নবনিযুক্ত মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী প্রমুখ।

আরও পড়ুুন:

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা

আমার নামের আগে ‘মাননীয়’ বলবেন না: তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই: সৈয়দ রেজাউল করীম

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা