ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ শুক্রবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাপা নেতৃবৃন্দের সঙ্গে মোদির সাক্ষাৎ হয়।
এসময় জাপা’র সভাপতিমন্ডলীর সিনিয়র সদস্য রওশন এরশাদ ও চেয়ারম্যান জিএম কাদের ছাড়াও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন। জাপা নেতৃবৃন্দ প্রায় ৩০ মিনিট মোদির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন।
জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ হয়। এতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। আমরা পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাক্ষাৎকারে আলাপ-আলোচনার বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব।
উল্লেখ্য, আজ শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নরেন্দ্র মোদি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়া দুই দিনের সফরে মোদির আরও অনেক জায়গায় সফর করার কথা রয়েছে।