হোম > রাজনীতি

প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে মাহী বি চৌধুরীর আপিল

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) আসনে যাচাই-বাছাইয়ের পর মনোনয়নপত্র বাতিল হয় বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও বর্তমান সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরীর (মাহী বি চৌধুরী)। এর পরিপ্রেক্ষিতে প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদন করেছেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা আগারগাঁও নির্বাচন ভবনে মাহী বি চৌধুরীর পক্ষে বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান বাচ্চু এ আপিল আবেদন জমা দেন।

আসাদুজ্জামান বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকৃতপক্ষে মাহী বি চৌধুরী ওই প্রতিষ্ঠানে যখন ছিলেন তখন দায়-দায়িত্ব থাকতে পারে, যেহেতু তিনি চলে এসেছেন, সেখানে তাঁর দায়-দায়িত্ব থাকার কথা না। যেহেতু তাঁর দাবিও নাই, সেখানে তাঁর দায়-দায়িত্ব থাকার কথা না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে আমরা ক্লিয়ারেন্স কালকের (বুধবার) মধ্যে পেয়ে যাব। জামিনদারের দায় তাঁর নেই। মনোনয়নপত্র বৈধ হবে বলে আমরা আশাবাদী।’

গত রোববার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপন যাচাই-বাছাই করেন। সেখানে মাহী বদরুদ্দোজা চৌধুরী একটি প্রতিষ্ঠানের ঋণের জামিনদার ছিলেন এবং ওই প্রতিষ্ঠানটি ঋণখেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য দেওয়া। এ কারণে মাহী বদরুদ্দোজা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-১ আসন। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৮৬ জন, এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬১ হাজার ৮৪৮ জন ও নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ১৩৮ জন। দুই উপজেলায় ইউনিয়নের সংখ্যা ২৮টি। শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন ও সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ২১২ জন। এই আসনে ১৭০টি ভোটকেন্দ্রের ১ হাজার ৮৫টি ভোটকক্ষ রয়েছে।

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ