হোম > রাজনীতি

নির্বাচন নির্বাচন কোনো খেলা হবে না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির মহাসচিব বলেছেন নির্বাচন নির্বাচন খেলা খেলতে দেবেন না। সাংবাদিকদের এই প্রসঙ্গে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'নির্বাচন নির্বাচন কোনো খেলা হবে না। নির্বাচন নির্বাচনের মতোই হবে, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলে দিয়েছেন কীভাবে নির্বাচন হবে।'

আজ মঙ্গলবার সকালে দ্বিতীয় আমিনবাজার সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। 

সেতুমন্ত্রী বলেন, 'নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয়, তাহলে নির্বাচনও নিরপেক্ষ হবে। সংবিধানে নিরপেক্ষ নির্বাচনের কথা বলা আছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। সেখানে সরকারের হাতে কিছু থাকে না। এমনকি সরাষ্ট্র মন্ত্রণালয়ও  তখন সরকারের অধীনে থাকে না। নির্বাচনের সময় সবকিছুই নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। সুতরাং এখানে কারও ভয় পাওয়ার কিছু নেই।' 

ওবায়দুল কাদের বলেন, 'গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সব দলের আছে। কিন্তু আন্দোলনের নামে যদি কেউ সহিংসতা করতে চায়, জনগণের জানমালের হুমকি সৃষ্টি করা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তার প্রতিরোধ করবে।' 

দ্বিতীয় আমিনবাজার সেতুর কাজের অগ্রগতির বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ৩১০ কোটি টাকা ব্যয়ে আট লেনবিশিষ্ট এই দ্বিতীয় আমিনবাজার সেতু নির্মাণ করা হচ্ছে। বর্তমানে নির্মাণকাজের অগ্রগতি হয়েছে প্রায় ২৫ শতাংশ। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পুরো কাজ শেষ হবে। 

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’