হোম > রাজনীতি

তৈমূরের তৃণমূল বিএনপিতে যোগদানের সিদ্ধান্তে যা বললেন তাঁর ছোট ভাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক তৈমূর আলম খন্দকারের তৃণমূল বিএনপিতে যোগদানের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরই ছোট ভাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তৈমূর আলম খন্দকারের এ সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ প্রকাশের এক দিনের মাথায় নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন মহানগর যুবদলের সাবেক এই সভাপতি। 

আজ সোমবার নাসিক কাউন্সিলর খোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘তৈমূর ভাই যেই সিদ্ধান্ত নিয়েছে, ওইটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তাঁর এই সিদ্ধান্তের কারণে আমরা মর্মাহত। নেতা-কর্মীরা এখন আমাদের ভুল বুঝতে শুরু করেছে। কিন্তু তাদের বলতে চাই, তৈমূর ভাইয়ের সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত। এই সিদ্ধান্তের সঙ্গে আমার বা আমাদের কোনো সম্পর্ক নেই। তাঁকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করা হলেও তিনি অনুরোধ রাখেননি। ‘

এর আগে বিকেলে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘তৈমূর আলম খন্দকার আমাদের পরিবারের নীতিনির্ধারক। তবে তাঁর বর্তমান রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই। তাঁর এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট হতে পারিনি।’ 

তিনি আরও বলেন, ‘বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এখন মহাসমুদ্রের সমতুল্য। সেই মহাসমুদ্র থেকে আমার মতো নগণ্য ব্যক্তি না থাকলে দলের কিছু আসে যায় না। তবুও আমি আমৃত্যু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আস্থাশীল হয়ে বিএনপিতেই থাকতে চাই। পদ-পদবি ছাড়াই দলের প্রাথমিক সদস্য হিসেবে থাকব। এমনকি বহিষ্কার করা হলেও আমি ধানের শীষের একজন ভোটার ও আদর্শের সৈনিক হিসেবে দলের সঙ্গে থাকব।’ 

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘সুতরাং যারা আমাকে ভালোবাসেন তাদের বলতে চাই, তৈমূর আলম খন্দকারের সিদ্ধান্তে বিভ্রান্ত না হতে। বরং তাঁর সিদ্ধান্তের সঙ্গে আমরা নিজেরাই একমত নই। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’

নির্বাচনী প্রচারণা: প্রচারে আক্রমণ ছেড়ে প্রতিশ্রুতিতে জোর

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান

তারেক রহমান টাঙ্গাইলে আসছেন শনিবার

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, ভোট দিয়ে তা প্রমাণ করবেন: তারেক রহমান

যাদের কারণে দেশে ফেরা, কেউ কেউ তাদের স্বীকার করতে চান না: জামায়াত আমির

জামায়াত এখন আর সিনে নাই, শুধু আতঙ্ক ছড়াচ্ছে: সেলিমা রহমান

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ৬ মাস, পিতৃত্বকালীন ১ মাসের ছুটির অঙ্গীকার

বছরে ৩০ হাজার তরুণের সামরিক প্রশিক্ষণের অঙ্গীকার এনসিপির

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ, যা আছে এতে