হোম > রাজনীতি

পিলখানার হত্যাকাণ্ডের পেছনে কী ছিল, মানুষ জানতে চায়: মঈন খান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পিলখানা হত্যাকাণ্ডের পেছনে কী ছিল, মানুষ সেই সত্যি জানতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ রোববার রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডির ১৫ বছর উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। 

মঈন খান বলেন, ‘আমি একটি কথাই বলি, বিচারকার্যে হস্তক্ষেপ করা যুক্তিযুক্ত নয়। আমাদের বিচারকেরা তাঁদের নীতিতে অবিচল থেকে ন্যায়বিচারের মাধ্যমে বিষয়টি অতি দ্রুত সুরাহা করবেন ১৫ বছর পরে সেই প্রত্যাশা করি।’ 

ড. আব্দুল মঈন খান বলেন, ‘১৫ বছরের আগে বিডিআরে যে শোকাবহ ঘটনা ঘটেছিল, সেই ক্ষত দিয়ে আজও বাংলাদেশের মানুষের বুকের রক্ত ঝরে পড়ছে। আমরা আজও জানি না এই ঘটনার পেছনের ইতিহাস কী। আমরা সেই শোক বয়ে নিয়ে বেড়াচ্ছি।’ 

তিনি বলেন, দ্বিতীয় মহাযুদ্ধেও এমন কোনো একটি স্থানে এমন ঘটনা ঘটেনি, যেখানে একসঙ্গে ৫৭ জন অফিসার প্রাণ দিয়েছেন। এই ঘটনা কীভাবে ঘটেছে, এই ঘটনার যবনিকার পেছনে কী ছিল, আজকে বাংলাদেশের মানুষ সেই সত্যি জানতে চায়। 

মামলার বিচারকার্য কেন বিলম্ব হচ্ছে তা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলা ভাষায় একটি কথা আছে—“বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।” আমরা শুনেছি, সেই বিচারকার্য এখনো ঝুলে আছে। কেন ঝুলে আছে? যাঁদের কারাবন্দী করে রাখা হয়েছে, তাঁরা আজকে পর্যন্ত বিনা বিচারে কারাবাসে রয়েছে। একটি জাতির ইতিহাসে এমন দুঃখজনক ঘটনা কখনো ঘটেছে বলে আমাদের জানা নেই৷’ 

মঈন খান আরও বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক নাগরিক যেন সুশাসন ও আইনের মাধ্যমে ন্যায়বিচার ফিরে পায়৷ অপরাধী শাস্তি পাবে, সে সম্পর্কে আমাদের কিছু বলার নেই।’

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল