হোম > রাজনীতি

গভীর রাতে জামায়াতের আমির শফিকুর আটক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গভীর রাতে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

গতকাল সোমবার রাতে তাঁকে উত্তরার নিজ বাসা থেকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি দল আটক করে বলে জানিয়েছেন ডিএমপির ডিসি মিডিয়া ফারুক হোসেন।

তবে ঠিক কোন অভিযোগে তাঁকে আটক করা হলো, সে বিষয়ে কিছু জানায়নি ঢাকা মহানগর পুলিশ। 

আজ মঙ্গলবার সকালে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেন, ‘ক্ষমতাসীন সরকার ধারাবাহিকভাবে জামায়াতের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। জামায়াতকে নেতৃত্বশূন্য করার সরকারি সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জামায়াতের ওপর নির্যাতন ও নিষ্পেষণ চালিয়ে এবং আমিরে জামায়াতকে গ্রেপ্তার করে বর্তমান আওয়ামী সরকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নিকৃষ্টতম নজির স্থাপন করেছে।

‘আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সরকার এই গ্রেপ্তারের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। ভয়ভীতি দেখিয়ে, মামলা-হামলা দিয়ে জনগণের এই আন্দোলন বন্ধ করা যাবে না।’

এর আগে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার সেলের সমন্বয়ক আতাউর রহমান সরকার আজকের পত্রিকাকে জানান, সোমবার রাত ২টার পর শফিকুর রহমানকে বাসা থেকে ‘ডিবি পরিচয়ে’ তুলে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘জামায়াতের আমিরকে তুলে নেওয়ার সময় ডিবি পুলিশ তাঁর বাসা তছনছ করে এবং বাড়ির সবার মোবাইল ফোন কেড়ে নেয়।’

১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠের বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা করে বিএনপি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একই দিনে ১০ দফা দিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়।

দলটির নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ সিনিয়র অনেক নেতা বছরখানেক আগেই গ্রেপ্তার হয়েছেন।

এর আগে গত ৯ নভেম্বর জামায়াতের আমিরের ছেলেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করে সিটিটিসি।

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

হাদিকে কারা হত্যা করেছে, জনগণের বুঝতে বাকি নেই: গোলাম পরওয়ার

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে’, হাদির কবর জিয়ারত করে বললেন জামায়াত আমির

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

জুলাইকে দক্ষিণপন্থী ভাবাদর্শ বানাতে উঠেপড়ে লেগেছে নব্য ফ্যাসিবাদী শক্তি: উদীচী

কতিপয় রাজনৈতিক দল পানি ঘোলা করে ফায়দা লোটার চেষ্টা করছে: মির্জা আব্বাস

হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে: সালাহউদ্দিন

মার্কা যা-ই হোক, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব: রুমিন ফারহানা