হোম > রাজনীতি

জামায়াতের সঙ্গে কখনই আপস হয়নি: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুরু থেকেই শাপলা চত্বরে জামায়াতে ইসলামীকে কোনোভাবেই সমাবেশ করতে দেওয়া হবে না বলে জোর দিয়ে বলে আসছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কিন্তু শনিবার (২৮ অক্টোবর) দুপুর থেকে শাপলা চত্বরে জড়ো হতে থাকে জামায়াতের নেতা–কর্মীরা। প্রথম পুলিশ বাধা দিলেও পরে আরামবাগে তাদের সমাবেশ করতে দেয় পুলিশ। জামায়াত শান্তিপূর্ণভাবেই সমাবেশ করে স্থান ত্যাগ করে।

এ নিয়ে নানা গুঞ্জন চলছে। ভেতরে-ভেতরে ‘আঁতাতের’ কথা বলছেন কেউ কেউ।

শনিবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সে প্রশ্নই করেন সাংবাদিকেরা।

জবাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলে জামায়াতের সঙ্গে কখনোই আপস হয়নি।

বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না এবং শনিবার জামায়াত অনুমতি ছাড়াই সমাবেশ করায় কোনো আপস হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘কখনোই না। আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছে প্রায় ১৪টি দল। সকলকেই কিন্তু আমরা অনুমতি দিয়েছি এবং আমরা আশা করেছিলাম সবাই শান্তিপূর্ণ অবস্থায় তাদের সমাবেশ করবে।’

কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘বিএনপি লিখিত দিয়েছে এবং আমরা শর্ত দিয়েছি। সেই শর্ত মেনে নিয়েই তারা সমাবেশ করতে এসেছে। অন্য দলগুলোকেও আমরা চেষ্টা করেছি নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা সিসি ক্যামেরা বসিয়েছি, পুলিশি নিরাপত্তা রেখেছি। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি তাদের নিরাপত্তা দিতে যাতে তাদের সমাবেশ সুন্দরভাবে করতে পারে।’

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার