হোম > রাজনীতি

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান চলছে: দুদক সচিব

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই মামলায় তাঁর তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং পরিবারের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে ক্ষুব্ধ সাঈদ খোকন আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। বর্তমান মেয়র ফজলে নূর তাপসের প্ররোচনাতেই তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এর জবাবে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের আজকের পত্রিকা বলেছেন, বিষয়টি আদালত ও দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট। আর বিচারাধীন কোনো বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করতে চান না।

এরপর দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকরা সাঈদ খোকনের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সংস্থটির সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছে।

দুদক সচিব বলেন, দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক মেয়র সাঈদ খোকনসহ তাঁর পরিবারের আটটি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। দুদকের তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার আদালত হিসাবগুলো স্থগিত করার আদেশ দেন।

সাঈদ খোকনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, দুদক একটি স্বাধীন কমিশন। স্বাধীনভাবে কাজ করে। কারো প্ররোচনায় অনুসন্ধান করে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাঈদ খোকনের বিষয়ে অনুসন্ধান চলছে।

সাবেক এই মেয়রকে জিজ্ঞাসাবাদ করা হবে কি–না জানতে চাইলে মু. আনোয়ার হোসেন বলেন, তদন্তকারী কর্মকর্তা ভালো জানেন। তিনি যদি প্রয়োজন মনে করেন তাহলে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এই ইস্যুতে দুদকের পরবর্তী পদক্ষেপ কী এমন প্রশ্নে দুদক সচিব বলেন, এটাও তদন্ত কর্মকর্তা বলতে পারবেন। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যায় না।

আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাভেল পাস পেলেন তারেক রহমান

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে: জুমা

উসকানিতে পা না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

প্রথম আলো-ডেইলি স্টার হামলার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা

ঢাকা-১২ আসন এলাকায় বিক্ষোভ-মিছিলের ডাক এনসিপির

প্রথম আলো-ডেইলি স্টারের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর নগ্ন আঘাত: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

ভারতীয় হাইকমিশন বন্ধ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভের ডাক

শোক ও ঐক্যের মাঝে একটি সুযোগ সন্ধানী মহল নৈরাজ্য সৃষ্টি করে চলেছে: যুব বাঙালি