হোম > রাজনীতি

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান চলছে: দুদক সচিব

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই মামলায় তাঁর তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং পরিবারের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে ক্ষুব্ধ সাঈদ খোকন আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। বর্তমান মেয়র ফজলে নূর তাপসের প্ররোচনাতেই তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এর জবাবে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের আজকের পত্রিকা বলেছেন, বিষয়টি আদালত ও দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট। আর বিচারাধীন কোনো বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করতে চান না।

এরপর দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকরা সাঈদ খোকনের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সংস্থটির সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছে।

দুদক সচিব বলেন, দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক মেয়র সাঈদ খোকনসহ তাঁর পরিবারের আটটি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। দুদকের তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার আদালত হিসাবগুলো স্থগিত করার আদেশ দেন।

সাঈদ খোকনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, দুদক একটি স্বাধীন কমিশন। স্বাধীনভাবে কাজ করে। কারো প্ররোচনায় অনুসন্ধান করে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাঈদ খোকনের বিষয়ে অনুসন্ধান চলছে।

সাবেক এই মেয়রকে জিজ্ঞাসাবাদ করা হবে কি–না জানতে চাইলে মু. আনোয়ার হোসেন বলেন, তদন্তকারী কর্মকর্তা ভালো জানেন। তিনি যদি প্রয়োজন মনে করেন তাহলে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এই ইস্যুতে দুদকের পরবর্তী পদক্ষেপ কী এমন প্রশ্নে দুদক সচিব বলেন, এটাও তদন্ত কর্মকর্তা বলতে পারবেন। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যায় না।

নির্বাচনী প্রচারণা: প্রচারে আক্রমণ ছেড়ে প্রতিশ্রুতিতে জোর

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান

তারেক রহমান টাঙ্গাইলে আসছেন শনিবার

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, ভোট দিয়ে তা প্রমাণ করবেন: তারেক রহমান

যাদের কারণে দেশে ফেরা, কেউ কেউ তাদের স্বীকার করতে চান না: জামায়াত আমির

জামায়াত এখন আর সিনে নাই, শুধু আতঙ্ক ছড়াচ্ছে: সেলিমা রহমান

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ৬ মাস, পিতৃত্বকালীন ১ মাসের ছুটির অঙ্গীকার

বছরে ৩০ হাজার তরুণের সামরিক প্রশিক্ষণের অঙ্গীকার এনসিপির

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ, যা আছে এতে