দেশে নূর হোসেনের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র আজ অবরুদ্ধ বলে মন্তব্য করেছেন ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। তিনি বলেন, ‘সেদিন নূর হোসেনের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু আজ দেশে সেই গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভূলুণ্ঠিত।’
আজ বুধবার সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন আমান। এ সময় ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
আমান উল্লাহ আমান বলেন, দেশে এখন একদলীয় শাসনব্যবস্থা চলছে। সেই সঙ্গে দমন, নির্যাতন, নিপীড়ন চলছে। সাংবাদিকদের লেখা ও কথা বলার স্বাধীনতা নেই। এই সরকার জনগণের ওপর চেপে বসেছে। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিও নেই। তারা কেরোসিন, ডিজেলের মূল্য বাড়িয়ে জনগণের ওপর বর্ধিত পরিবহন ভাড়া চাপিয়ে দিয়েছে।
বিএনপি নেতা আমান বলেন, যদি এই সরকার তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা করে, তাহলে সেই নির্বাচন প্রতিহত করা হবে। ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জনগণ মাঠে নামবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, জহির উদ্দিন স্বপন, খন্দকার লুৎফর রহমান, আমিরুজ্জামান শিমুল, সাইফুদ্দিন মনি, আসাদুর রহমান প্রমুখ।