হোম > রাজনীতি

পুলিশের বাধায় ইসলামী আন্দোলনের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি। আজ বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে ‘আন্দোলনের নতুন অধ্যায় রচনার’ হুঁশিয়ারি দিয়েছে দলটি। 

আজ বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে নির্বাচন কমিশন ঘেরাওয়ের লক্ষ্যে মিছিল নিয়ে এগোতে থাকে তারা। শান্তিনগর মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় দলের নেতা-কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙচুর করেন। পরে তফসিল ঘোষণা হলে সারা দেশে বিক্ষোভের ঘোষণা দিয়ে সেখানেই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। 

কর্মসূচিতে পুলিশের বাধা প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ আমাদের বাধা দিয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই। আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা চাইলে বিশৃঙ্খলা করে যেতে পারি। কিন্তু সরকার ও নির্বাচন কমিশনারকে বলতে চাই, তফসিল ঘোষণা থেকে আপনারা বিরত থাকুন। যদি তফসিল ঘোষণা করেন তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে।’

তফসিল ঘোষণা করলে এই নির্বাচন কমিশনের বিচার জনগণের আদালতে হবে মন্তব্য করে মোসাদ্দেক বিল্লাহ আগামীকাল সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। 

মিছিলপূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ বলেন, ‘আমরা বারবার দাবি করে আসছি জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কোনো তোয়াক্কা করে নাই, শুধু নির্বাচনের গান গায়। আমরা শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, কিন্তু তারা শান্তি চায় না। তারা দলীয় সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিতে চায়।’

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল