হোম > রাজনীতি

পুলিশের বাধায় ইসলামী আন্দোলনের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি। আজ বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে ‘আন্দোলনের নতুন অধ্যায় রচনার’ হুঁশিয়ারি দিয়েছে দলটি। 

আজ বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে নির্বাচন কমিশন ঘেরাওয়ের লক্ষ্যে মিছিল নিয়ে এগোতে থাকে তারা। শান্তিনগর মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় দলের নেতা-কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙচুর করেন। পরে তফসিল ঘোষণা হলে সারা দেশে বিক্ষোভের ঘোষণা দিয়ে সেখানেই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। 

কর্মসূচিতে পুলিশের বাধা প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ আমাদের বাধা দিয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই। আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা চাইলে বিশৃঙ্খলা করে যেতে পারি। কিন্তু সরকার ও নির্বাচন কমিশনারকে বলতে চাই, তফসিল ঘোষণা থেকে আপনারা বিরত থাকুন। যদি তফসিল ঘোষণা করেন তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে।’

তফসিল ঘোষণা করলে এই নির্বাচন কমিশনের বিচার জনগণের আদালতে হবে মন্তব্য করে মোসাদ্দেক বিল্লাহ আগামীকাল সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। 

মিছিলপূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ বলেন, ‘আমরা বারবার দাবি করে আসছি জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কোনো তোয়াক্কা করে নাই, শুধু নির্বাচনের গান গায়। আমরা শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, কিন্তু তারা শান্তি চায় না। তারা দলীয় সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিতে চায়।’

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান

তারেক রহমান টাঙ্গাইলে আসছেন শনিবার

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, ভোট দিয়ে তা প্রমাণ করবেন: তারেক রহমান

যাদের কারণে দেশে ফেরা, কেউ কেউ তাদের স্বীকার করতে চান না: জামায়াত আমির

জামায়াত এখন আর সিনে নাই, শুধু আতঙ্ক ছড়াচ্ছে: সেলিমা রহমান

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ৬ মাস, পিতৃত্বকালীন ১ মাসের ছুটির অঙ্গীকার

বছরে ৩০ হাজার তরুণের সামরিক প্রশিক্ষণের অঙ্গীকার এনসিপির

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ, যা আছে এতে

বাংলাদেশ থেকে পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: জামায়াত আমির