হোম > রাজনীতি

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঢোকার মুখে যুবদলের এক কর্মীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় তল্লাশি করছে পুলিশ। আজ শুক্রবার বিএনপির কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে পল্টনের নাইটিঙ্গেল মোড়ে মহিলা দলের দুজন সদস্য ও কয়েকজন বিএনপির কর্মী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাওয়ার উদ্দেশে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। মোড়ে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় তিনজনকে আটক করে পুলিশ। এর মধ্যে একজন বিএনপির রূপগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে পরিচয় দেন। তাঁর নাম সরফরাজ (২৮)। অন্যরা হলেন আল আমিন ও নাজমুল। নাজমুলের দাবি, তিনি বিএনপির কর্মী নন, পথচারী ছিলেন। আর আল আমিন নিজেকে গাড়িচালক হিসেবে দাবি করেন। 

যুবদলের কর্মী গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবুল হাসান বলেন, গত বুধবার নয়াপল্টন এলাকায় সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে আশপাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। 

নয়াপল্টনের পাশের এলাকায় এসে যারা বিএনপি পরিচয় দিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আটক করছে পুলিশ। 

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার

আনিসুল ইসলামের প্রস্তাবককে অপহরণের অভিযোগ, পরে উদ্ধার

দেশ-বিদেশ থেকে ভালোবাসা ও সমবেদনা পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে: তারেক রহমান

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন সৈয়দা নীলিমা দোলা

‘থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ বলা বৈষম্যবিরোধী নেতাকে শোকজ

তারেক রহমানের একান্ত সচিব হলেন আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

নির্বাচনী হলফনামা: মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ, কমেছে আয়

ভোটের রাজনীতি: জোটের পর তরুণদের আস্থা হারাচ্ছে এনসিপি

মায়ের জন্য দোয়া করলেন তারেক রহমান

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্যরা