হোম > রাজনীতি

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঢোকার মুখে যুবদলের এক কর্মীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় তল্লাশি করছে পুলিশ। আজ শুক্রবার বিএনপির কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে পল্টনের নাইটিঙ্গেল মোড়ে মহিলা দলের দুজন সদস্য ও কয়েকজন বিএনপির কর্মী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাওয়ার উদ্দেশে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। মোড়ে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় তিনজনকে আটক করে পুলিশ। এর মধ্যে একজন বিএনপির রূপগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে পরিচয় দেন। তাঁর নাম সরফরাজ (২৮)। অন্যরা হলেন আল আমিন ও নাজমুল। নাজমুলের দাবি, তিনি বিএনপির কর্মী নন, পথচারী ছিলেন। আর আল আমিন নিজেকে গাড়িচালক হিসেবে দাবি করেন। 

যুবদলের কর্মী গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবুল হাসান বলেন, গত বুধবার নয়াপল্টন এলাকায় সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে আশপাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। 

নয়াপল্টনের পাশের এলাকায় এসে যারা বিএনপি পরিচয় দিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আটক করছে পুলিশ। 

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’