হোম > রাজনীতি

চিকিৎসা শেষে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান। খন্দকার মোশাররফের সঙ্গে তাঁর স্ত্রী বিলকিস আখতার ও দুই ছেলে খন্দকার মাহবুব হোসেন ও খন্দকার মারুফ হোসেনও ফিরেছেন বলে জানান দিদার।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরে আসা খন্দকার মোশাররফকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা, দাউদকান্দি, তিতাস, হোমনা এবং মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। 

এ সময় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে মোশাররফ বলেন, ‘আমার সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত বিএনপির অসংখ্য নেতা-কর্মী, সমর্থকেরা দোয়া করেছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। আমি সবার কাছে দোয়া চাই।’

গত ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় গত ২৭ জুন তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত