হোম > রাজনীতি

পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির সাবেক এমপি মঞ্জু খালাস

খুলনা প্রতিনিধি

খালাস পাওয়ার পর আদালত চত্বরে নেতা-কর্মীদের সঙ্গে নজরুল ইসলাম মঞ্জু। ছবি: আজকের পত্রিকা

খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুসহ ২৮ নেতা-কর্মী বেকসুর খালাস পেয়েছেন।

আজ সোমবার মহানগর হাকিম আদালত-১-এর বিচারক মো. রাকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া অন্যদের মধ্যে আছেন—মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা জাফরুল্লাহ খান সাচ্চু, বিএনপি নেতা তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ ও নগর ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বাবু।

বিএনপি নেতাদের আইনজীবী গোলাম মাওলা বলেন, ২০২১ সালের ২২ নভেম্বর দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি চলাকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের নেতৃত্বে বিএনপি নেতাদের ওপর হামলা চালায় পুলিশ। এ সময় মঞ্জু, তারিকুলসহ সিনিয়র নেতাদের লাঠিপেটা করা হয়। এ ঘটনায় উল্টো বিএনপি নেতাদের বিরুদ্ধেই মামলা করে পুলিশ। কিন্তু পুলিশ যথাযথ সাক্ষ্যপ্রমাণ উপস্থাপনে ব্যর্থ হওয়ায় আদালত আসামিপক্ষের সবাইকে খালাস দিয়েছেন।

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দেন জয়শঙ্কর

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে, চলছে জানাজার প্রস্তুতি

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তিলাওয়াত

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে নেওয়া হয়েছে ফিরোজায়