হোম > রাজনীতি

পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির সাবেক এমপি মঞ্জু খালাস

খুলনা প্রতিনিধি

খালাস পাওয়ার পর আদালত চত্বরে নেতা-কর্মীদের সঙ্গে নজরুল ইসলাম মঞ্জু। ছবি: আজকের পত্রিকা

খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুসহ ২৮ নেতা-কর্মী বেকসুর খালাস পেয়েছেন।

আজ সোমবার মহানগর হাকিম আদালত-১-এর বিচারক মো. রাকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া অন্যদের মধ্যে আছেন—মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা জাফরুল্লাহ খান সাচ্চু, বিএনপি নেতা তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ ও নগর ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বাবু।

বিএনপি নেতাদের আইনজীবী গোলাম মাওলা বলেন, ২০২১ সালের ২২ নভেম্বর দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি চলাকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের নেতৃত্বে বিএনপি নেতাদের ওপর হামলা চালায় পুলিশ। এ সময় মঞ্জু, তারিকুলসহ সিনিয়র নেতাদের লাঠিপেটা করা হয়। এ ঘটনায় উল্টো বিএনপি নেতাদের বিরুদ্ধেই মামলা করে পুলিশ। কিন্তু পুলিশ যথাযথ সাক্ষ্যপ্রমাণ উপস্থাপনে ব্যর্থ হওয়ায় আদালত আসামিপক্ষের সবাইকে খালাস দিয়েছেন।

চলছে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ

ইতিবাচক রাজনীতি গণতান্ত্রিক সংস্কৃতি গড়তে আলোচনা

‘এই জমিনে রুমিন ফারহানার ভয় পাওয়ার কিচ্ছু নেই’

তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধ বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না: বজলুর রশীদ ফিরোজ

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক