হোম > রাজনীতি

ছাগল দিয়ে হালচাষ হয় না: জামায়াত নিয়ে ভিন্নমত প্রসঙ্গে কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে জামায়াতকে সম্পৃক্ত করা নিয়ে কোনো কোনো শরিক দলের ভিন্নমত প্রসঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল অলি (অব.) আহমেদ বলেছেন, ‘হাল চালানোর জন্য ন্যূনতম হলেও গরু দরকার। ছাগল দিয়ে হালচাষ হয় না।’

আজ শনিবার রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে কর্নেল অলি বলেন, ‘আমরা তো দেখলাম, গত ১০ বছর, ২০ বছর। কী অর্জন হয়েছে আমাদের, এটা সবারই জানা। এখন কী প্রয়োজন আপনিও বোঝেন, আমিও বুঝি। আমাদের এখানে ৬২টি দল আছে। এসব দলের মধ্যে কয়টি রাস্তায় নেমে মিছিল করার মতো শক্তি রাখে? এটা তো বুঝতে হবে। শুধু একটা নাম দিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব, পেছনে স্ত্রীকে নিয়ে আসব বা মেয়েকে নিয়ে এসে দল চালাব, তারপরে সরকারের সঙ্গে দালালি করব, এই ধরনের কর্মসূচি হলে তো সরকারের পতন হবে না।’

সরকারের পতনের আন্দোলন সফল না হওয়ার কারণ জানতে চাইলে অলি বলেন, ‘কী কারণে আমরা সফল হলাম না, এর উত্তর দিতে পারবেন বিএনপির মহাসচিব। আমার কাছে এর কোনো উত্তর নাই। কারণ, আমি হলাম ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সরদার, ছোট একটা পার্টি। আর আমার ওপরে কোনো দায়িত্ব পড়ে নাই।’

বিএনপিকে কোনো পরামর্শ দিয়েছেন কি না—জানতে চাইলে অলি আহমেদ বলেন, ‘বিএনপিকে যা পরামর্শ দেওয়ার, তা মিটিংয়ে দেওয়া হয়েছে। সবার সামনে বলা সম্ভব হবে না।’

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ এলডিপির অন্য নেতৃবৃন্দ অংশ নেন।

তারেক রহমানের প্রত্যাবর্তন: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি যাতায়াত শুরু

সব পথ মিশেছে পূর্বাচলে

বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ঢাকায় ১১টি বিশেষ ট্রেন

আমরা মুক্তির আবহে দাঁড়িয়ে আছি—তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে সালাহউদ্দিন

তারেক রহমানকে নিয়ে সিলেট থেকে ঢাকার পথে বিমানের ফ্লাইট

তারেক রহমানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৪ হাজার সদস্য

তারেক রহমানকে বহনকারী বিমানের সিলেটে অবতরণ

ভোর থেকে তারেক রহমানের গণসংবর্ধনাস্থলের দিকে জনস্রোত, ৩০০ ফুট লোকারণ্য

‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা