হোম > রাজনীতি

গয়েশ্বর-রিজভীসহ বিএনপির ১০২ নেতা-কর্মীকে মামলা থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছয় বছর আগে বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর শাহবাগ থানায় করা একটি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০২ নেতা-কর্মীকে। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহীম মিয়া মামলার সব আসামিকে অব্যাহতি দেন। 

এই মামলায় অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা গয়েশ্বরসহ সবাইকে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান নেই উল্লেখ করে আদালত সবাইকে অব্যাহতি দেন। এ মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আরও ছিলেন—বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাইফুল ইসলাম নিরব, শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সুলতান সালাউদ্দিন টুকু, ইসহাক আলী সরকার প্রমুখ। 

আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিএনপির নেতা-কর্মীদের অব্যাহতি পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যদের বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজিরার দিনে হাইকোর্টের মাজার গেটের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, সরকারি কাজে বাধা ও যানবাহনের কাঁচ ভাঙচুরের অভিযোগে এই মামলা করে পুলিশ। মামলায় ২০২০ সালের ২৮ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়।

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, ভারতীয়রাই হত্যা করেছিল: গোলাম পরওয়ার

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী