ব্যক্তিগত সফরে থাইল্যান্ডে গেলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে ব্যাংককের উদ্দেশে রওনা করেন তিনি। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ খবর জানান। আগামী ২৬ জুন জাপা চেয়ারম্যানের দেশে ফেরার কথা রয়েছে বলেও জানান জালালী।
তিনি জানান, থাইল্যান্ডে থাকাকালীন জাপার চেয়ারম্যান ব্যাংককে ওয়েস্টিন গ্র্যান্ড সুকুমভিত হোটেলে অবস্থান করবেন। জি এম কাদেরের সফরসঙ্গী হিসেবে থাকবেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও তাঁর সহধর্মিণী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে জি এম কাদরকে শুভেচ্ছা জানান জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, মমতাজ উদ্দিন, পার্টির যুগ্ম মহাসচিব আশিক আহমেদ, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, জাতীয় ছাত্রসমাজের নেতা আল আমিন সরকার।