হোম > রাজনীতি

বিএনপির বিক্ষোভ সমাবেশ ঘিরে নয়াপল্টনে হাজারো নেতা-কর্মী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুগপৎ আন্দোলনের ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল আগে সমাবেশ শুরু হয়েছে। আজ সোমবার বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়। বেলা সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিল করবে দলটি।

এরই মধ্যে নয়াপল্টনে উপস্থিত হয়েছেন হাজারো নেতা কর্মী। বিএনপির পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন। পোস্টার ও ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন তাঁরা।

আজকের বিক্ষোভ ও সমাবেশ ‘সরকার পতনে’ বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ কর্মসূচি থেকে আগামী ২৫ জানুয়ারি আবারও বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করতে পারে এমনটি জানিয়েছেন দলের নেতারা। ২৫ জানুয়ারি দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে কর্মসূচি ঘোষণা দিতে পারে বলেও জানা গেছে।

এদিকে বিএনপির এই কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এ ছাড়া বিএনপির কর্মসূচি থেকে সহিংসতা হতে পারে দাবি করে আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান ও সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। একই দাবিতে বিকেলে ভাটারা নতুনবাজারে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা