হোম > রাজনীতি

বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় সংসদ ভবনের এলডি হলসহ মাঠ প্রাঙ্গণে দলের বর্ধিত সভার স্থান চূড়ান্ত করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় দপ্তর এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে অবহিত করে এরই মধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠি বর্ধিত সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দপ্তর।

এই চিঠিতে বলা হয়েছে—২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় রাজধানীর পার্লামেন্ট মেম্বারস ক্লাবের আওতাধীন এলডি হলসহ মাঠে সকাল ১০টায় থেকে দিনব্যাপী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে নয়াপল্টনের কার্যালয় থেকে নেতৃবৃন্দকে কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে। আমন্ত্রিত অতিথি যাঁরা বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন, তাঁদের নাম, পদবিসহ এক কপি স্ট্যাম্প সাইজ ছবি ২২ ফেব্রুয়ারির মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা হয়েছিল রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে।

বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ জানান, দলের বর্ধিত সভার স্থান চূড়ান্ত হয়েছে। সভার বাস্তবায়ন কমিটি প্রস্তুতির কাজ করছে।

বিএনপির বর্ধিত সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ, মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবেরা থাকবেন।

এ ছাড়া ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য যাঁরা দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন, তাঁরাও বর্ধিত সভায় উপস্থিত থাকবেন।

সাবেক সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান

এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা বুধবার

জরিপে নির্বাচনের ফলের আগাম বার্তা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বুদ্ধিবৃত্তিক অপপ্রয়াস: ইসলামী আন্দোলন

দেশকে এগিয়ে নেওয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে: তারেক রহমান

নির্বাচনের পরিবেশ সরকার নিশ্চিত করতে পারেনি: গণতন্ত্র মঞ্চ

২০০১-২০০৬ পর্যন্ত দুর্নীতির জন্য জামায়াত সমান দোষী: নাসীরুদ্দীন পাটওয়ারী

খালেদা জিয়াকে শিগগিরই দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা নেই মেডিকেল বোর্ডের: চিকিৎসক

এনসিপির আংশিক প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আজ

সব দলের জন্য নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি: জি এম কাদের

জরিপে হতাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে: নজরুল ইসলাম খান