হোম > রাজনীতি

মতিঝিলে বিএনপিকে কালো পতাকা মিছিলে নামতেই দিল না পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিলে পুলিশের ব্যাপক উপস্থিতিতে গ্রেপ্তার-আতঙ্কে মাঠেই নামতে পারেননি বিএনপির নেতা-কর্মীরা। অনুমতি না থাকায় কঠোর অবস্থানে ছিল পুলিশ। 

আজ মঙ্গলবার বেলা ২টায় মতিঝিল পীরজঙ্গী শাহ মাজারের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরুর কর্মসূচি থাকলেও নেতা-কর্মীদের সেখানে দেখা যায়নি। বেলা আড়াইটার দিকে কর্মসূচির প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে আপনারা শুনেছেন উত্তরা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করেছে। আর এখানে আমাদের নেতা-কর্মীরা দাঁড়াতে পারেনি। এখানে আসার পরে সার্বিক পরিস্থিতি বুঝেছি যে অযথা আমাদের কর্মী গ্রেপ্তার হবে। কর্মীরা একত্রিত হতে পারছে না। আজকে এই পুলিশি তাণ্ডব ও বাধার আমরা তীব্র প্রতিবাদ করি।’ 

তিনি বলেন, ‘মিটিং ও মিছিল করা সাংবিধানিক অধিকার। আর আমরা যথাসময়ে পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়ে অবহিত করেছি। এরপরেও আজিমপুর থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পুলিশের সঙ্গে সংঘর্ষ করার মতো কর্মসূচি আজকে আমাদের না। কিন্তু আমাদের চলমান এক দফার আন্দোলন চলমান থাকবে। এটা আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখব।’ 

মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘আজকে কালো পতাকা মিছিলের কোনো অনুমতি নাই। সেই কারণে এখানে আমরা তাদেরকে নিষেধ করেছি। কী কারণে অনুমতি নাই, সে ব্যাপারে আমাদের মিডিয়া উইং আছে। আর আমাদের সিনিয়র স্যাররা ব্রিফ করবেন।’

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ