হোম > রাজনীতি

ইভিএম নিয়ে আপত্তি জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। বর্তমান বাস্তবতায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক মতবিনিময় সভায় জি এম কাদের বলেন, ‘নিরক্ষরতার জন্য নির্বাচনে যে দেশে নামের পাশে প্রতীক ব্যবহার করতে হয়, সবাই প্রার্থীর নাম পড়ে ভোট দিতে পারে না। এমন বাস্তবতায় ইভিএম এ ভোট নেওয়া যুক্তিযুক্ত হবে না।’

জি এম কাদের বলেন, ‘ইভিএম এর নির্বাচনে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। কারণ ব্যালট পেপার থাকে না। ভোটিং মেশিন যে ফলাফল দেবে, তাই ঘোষণা হবে। বিষয়টি হচ্ছে, দেশের মানুষকে চাঁদে পাঠাতে চাচ্ছে সরকার কিন্তু সেখানে বসবাসের পরিবেশ সৃষ্টি হয়নি।’ 

‘দেশে গণতন্ত্র নেই এবং একদলীয় স্বৈরশাসন চালু হয়েছে’ অভিযোগ করে জি এম কাদের বলেন, ‘গণতন্ত্র ধ্বংস করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। এভাবে চলতে পারে না, বাঁচতে হলে লড়তে হবে।’ 

ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ঈদ পরবর্তী মতো বিনিময় সভায় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘কাউকে ক্ষমতায় বসাতে জাতীয় পার্টি কারও সঙ্গে জোট করবে না। জাতীয় পার্টি মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।’  

সভাপতির বক্তৃতায় জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘জাতীয় পার্টিকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে চাইলে সফল হবে না।’ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা (সরকার) বিরোধী দল দেখেন না। সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুন দেশে বিরোধী দল আছে কি নেই।’

মহানগর উত্তরের সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠানের সঞ্চালনায় সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, যুগ্ম মহাসচিব সামছুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের