হোম > রাজনীতি

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে বিন ইয়ামিনকে আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। 

গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুরের ঘটনায় রাজধানীর পল্টন থানায় ভবনমালিকের করা মামলায় তদন্ত কর্মকর্তা বিন ইয়ামিনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তাঁর পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। কিন্তু মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে ডিবি পুলিশ। একই সঙ্গে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং ৭ আগস্ট রিমান্ড শুনানি দিন ধার্য করেন।

এক মামলায় জামিন হওয়ার পরেও অন্য মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ থাকায় বিন ইয়ামিন মুক্তি পাননি। 

মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় গণ অধিকার পরিষদ বিক্ষোভ মিছিলসহ ভাঙচুর করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় তাঁর বাসার দরজা ভেঙে বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ