হোম > রাজনীতি

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে বিন ইয়ামিনকে আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। 

গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুরের ঘটনায় রাজধানীর পল্টন থানায় ভবনমালিকের করা মামলায় তদন্ত কর্মকর্তা বিন ইয়ামিনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তাঁর পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। কিন্তু মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে ডিবি পুলিশ। একই সঙ্গে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং ৭ আগস্ট রিমান্ড শুনানি দিন ধার্য করেন।

এক মামলায় জামিন হওয়ার পরেও অন্য মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ থাকায় বিন ইয়ামিন মুক্তি পাননি। 

মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় গণ অধিকার পরিষদ বিক্ষোভ মিছিলসহ ভাঙচুর করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় তাঁর বাসার দরজা ভেঙে বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল