হোম > রাজনীতি

আওয়ামী লীগের হাত ধরেই দেশের সব বড় অর্জন: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। এই দলের হাত ধরেই দেশের স্বাধীনতা, ভাষার অধিকার, গণতন্ত্রসহ বড় বড় অর্জন আমরা পেয়েছি।’

আজ সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেই দলের নেতৃত্বে আমরা উন্নয়ন এবং বিশ্ব দরবারে মর্যাদার আসন পেয়েছি, সেই দলের প্রার্থী হিসেবে আমি যেই সম্মান এবং সুযোগ পেয়েছি, সে কারণে মহান স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করছি।’

দীপু মনি আরও বলেন, ‘নির্বাচনী এলাকার জনগণ আস্থা ও বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়ে বারবার তাঁদের সেবা করার সুযোগ করে দিয়েছেন, যে কারণে আমি চতুর্থবারও নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছি। সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের অসংখ্য নেতা-কর্মী এবং আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

জয় সম্পর্কে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি জনগণ নৌকার ওপর আস্থা রেখে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখে এবং এই আসনে গত ১৫ বছরে যেই উন্নয়ন পেয়েছে তার ওপরে আস্থা রেখেই তারা নৌকাকে বিজয়ী করবে।’

এ সময় নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আযাদ, জারাসহ প্রার্থিতা ফিরে পেলেন যাঁরা

আমার নামের আগে ‘মাননীয়’ বলবেন না: তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই: সৈয়দ রেজাউল করীম

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দু-এক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন জমিয়ত নেতারা

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের

গুলশানে নির্বাচনী কার্যালয় খুলল বিএনপি

বিএনপির কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার, তারেক রহমানের সঙ্গে বৈঠক

সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: রুহুল আমিন হাওলাদার