হোম > রাজনীতি

আওয়ামী লীগের হাত ধরেই দেশের সব বড় অর্জন: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। এই দলের হাত ধরেই দেশের স্বাধীনতা, ভাষার অধিকার, গণতন্ত্রসহ বড় বড় অর্জন আমরা পেয়েছি।’

আজ সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেই দলের নেতৃত্বে আমরা উন্নয়ন এবং বিশ্ব দরবারে মর্যাদার আসন পেয়েছি, সেই দলের প্রার্থী হিসেবে আমি যেই সম্মান এবং সুযোগ পেয়েছি, সে কারণে মহান স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করছি।’

দীপু মনি আরও বলেন, ‘নির্বাচনী এলাকার জনগণ আস্থা ও বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়ে বারবার তাঁদের সেবা করার সুযোগ করে দিয়েছেন, যে কারণে আমি চতুর্থবারও নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছি। সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের অসংখ্য নেতা-কর্মী এবং আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

জয় সম্পর্কে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি জনগণ নৌকার ওপর আস্থা রেখে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখে এবং এই আসনে গত ১৫ বছরে যেই উন্নয়ন পেয়েছে তার ওপরে আস্থা রেখেই তারা নৌকাকে বিজয়ী করবে।’

এ সময় নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হতে পারে ‘এনপিএ’

আসন সমঝোতার আলোচনা, থমকে যাচ্ছে বারবার

এনসিপির অগ্রাধিকারে সংস্কার, বিচার ও কর্মসংস্থান

দুর্নীতি দমন, নারীর অধিকারে গুরুত্ব জামায়াতের

তারুণ্যের আকাঙ্ক্ষায় প্রাধান্য বিএনপির

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

বিএনপি থেকে এস এ সিদ্দিক বহিষ্কার

ইসির নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: বিএনপি

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা