প্রশাসনিক বাধার কারণে উপজেলা পরিষদের প্রতিনিধিরা কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তাঁর অভিযোগ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পদ্ধতি অনুযায়ী বর্তমানে উপজেলা পরিষদ চলছে না। প্রশাসনের হস্তক্ষেপ পরিষদের কাজে প্রতিনিয়ত বাধার সৃষ্টি করছে। যেকারণে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারছে না উপজেলা পরিষদ।
আজ শনিবার বিকেলে রাজধানীর আইডিইবি মিলনায়তনে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির এক আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা পরিষদ সৃষ্টি করে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন। সরকারি সব সেবা মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছিলেন। ইউনিয়ন থেকে উপজেলা, জেলা থেকে রাজধানী পর্যন্ত সড়ক যোগাযোগ সৃষ্টি করেছিলেন। শহরের সুবিধা গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছিলেন।
জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।