হোম > রাজনীতি

দুর্নীতি মামলায় খালাস পেলেন সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি

সাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদীন ফারুককে দুর্নীতির একটি মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান রায়ে খালাসের এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবমতে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দায়ের করা ২৪ বছরের পুরনো মামলা থেকে খালাস পেলেন জয়নুল।

রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ বিএনপি নেতার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই কারণে তাঁকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। তা ছাড়া দুদক আসামিদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করে নোটিশ জারি করেনি বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

এর আগে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন এবং বিচারক মামলার অভিযোগকারীসহ তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

১৯৯৯ সালের ২৬ মে দুর্নীতি দমন ব্যুরো (বর্তমানে বিলুপ্ত) ফারুককে নোটিশ প্রাপ্তির দিন থেকে ৪৫ দিনের মধ্যে তার সম্পদ বিবরণী জমা দিতে বলে। ওই বছরের ৯ জুলাই তিনি ওই নোটিশ পেলেও ৪৫ দিনের মধ্যে তথ্য দেননি।

এ বিষয়ে ২০০০ সালের ১৯ জানুয়ারি দুর্নীতি দমন ব্যুরো ফারুকের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা করে।

পরে তিনি ২০০১ সালের ২৬ জুন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত থেকে জামিন পেলেও পরে আদালতে হাজির হননি। ২০২২ সালের ১১ জানুয়ারি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানার পর ফারুক আদালতে হাজির হয়ে মামলায় জামিন চেয়েছিলেন।

এই মামলার কার্যক্রম বাতিল চেয়ে জয়নুল আবেদীন ফারুক হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। দীর্ঘদিন মামলার কার্যক্রম স্থগিত থাকার পর ২০২৩ সালের ২ জানুয়ারি ফারুকের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলবে বলে রায় দেন। এরপর বিচারক আদালতে মামলার কার্যক্রম আবার শুরু হয়।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ