হোম > রাজনীতি

আবু ত্ব-হা’র সন্ধান চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: নিখোঁজ ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তাঁর তিন সঙ্গীর সন্ধান চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, নিখোঁজ হওয়ার ৬ দিন পার হলেও এখন পর্যন্ত তাঁদের খোঁজ জানাতে পারেনি সরকার। এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও নেই।

১০ জুন রংপুর থেকে ঢাকা আসার পথে তিন সঙ্গী আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজসহ নিখোঁজ হন আবু ত্ব-হা। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে নিখোঁজ আদনানের সন্ধান দাবি করেছেন তাঁর স্ত্রী।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, আদনানের স্ত্রী-পরিবার প্রধানমন্ত্রীর দপ্তর, থানা-পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন দপ্তরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত গ্রহণ করা হয়নি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা খুবই দুঃখ-উদ্বেগ ও রহস্যজনক।

বিগত ১২ বছরে বর্তমান সরকারের আমলে ভিন্নমতাবলম্বীবিরোধী রাজনৈতিক নেতা–কর্মী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, লেখক, ব্লগার, ব্যবসায়ী, মুক্তচিন্তার মানুষ, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের গুম হওয়ার প্রেক্ষাপটে বিশিষ্ট ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তাঁর তিন সঙ্গীর নিখোঁজ হওয়ায় জনমনে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। তাঁরাও গুমের শিকার হলেন কি না, সেই প্রশ্ন উঠেছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। স্বাভাবিক মৃত্যুর কিংবা নিরাপদ জীবনযাপন ও স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা ও নিশ্চয়তা নেই। সবকিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল