হোম > রাজনীতি

তাপসের প্ররোচনায় আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং তাঁর পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্ররোচনাতেই তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সাঈদ খোকন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আদালতের ওই নির্দেশ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সাঈদ খোকন বলেন, ‘দুদক আমার পরিবারের কোনো সদস্যকে অবহিত না করে; আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি আদালতের মাধ্যমে ব্যাংক হিসাব স্থগিত করেছে। আমি মনে করি, এ ধরনের কর্মকাণ্ডে আমার ও আমার পরিবারের মৌলিক এবং সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।’

বর্তমান মেয়রকে ব্যর্থ বলে সাঈদ খোকন বলেন, ‘সিটি করপোরেশনের মেয়র তাপস তাঁর নগর পরিচালনায় সীমাহীন ব্যর্থতা ঢাকতে প্রায়ই আমার প্রতি বিভিন্ন হয়রানি ও বিদ্বেষমূলক আচরণ করে আসছেন। আমি বিশ্বাস করি, দুর্নীতি দমন কমিশনের এমন কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংঘটিত হয়েছে।’

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মতামত জানতে চাইলে করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, বিষয়টি মহামান্য আদালত ও দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট। বিচারাধীন কোনো বিষয়ে আমরা কোনো ধরনের বক্তব্য বা প্রতিউত্তর দিতে ইচ্ছুক নই।

আরও পড়ুন:

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান

তারেক রহমান টাঙ্গাইলে আসছেন শনিবার

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, ভোট দিয়ে তা প্রমাণ করবেন: তারেক রহমান

যাদের কারণে দেশে ফেরা, কেউ কেউ তাদের স্বীকার করতে চান না: জামায়াত আমির

জামায়াত এখন আর সিনে নাই, শুধু আতঙ্ক ছড়াচ্ছে: সেলিমা রহমান

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ৬ মাস, পিতৃত্বকালীন ১ মাসের ছুটির অঙ্গীকার

বছরে ৩০ হাজার তরুণের সামরিক প্রশিক্ষণের অঙ্গীকার এনসিপির

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ, যা আছে এতে

বাংলাদেশ থেকে পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: জামায়াত আমির