হোম > রাজনীতি

আমাদের লড়াই হলে ভারতের সঙ্গে হবে: হান্নান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

ভারত আমাদের চোখ রাঙিয়েছে, লড়াই হলে ভারতের সঙ্গে হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘আমাদের লড়াই হলে ভারতের সঙ্গে হবে, ভারত আমাদের চোখ রাঙিয়েছে, আমরা অস্ত্র যদি ভারত থেকে কিনি, তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কি কখনো লড়াই করতে পারবে?’

আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালী শহরের একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠকদের মতবিনিময় সভায় আবদুল হান্নান মাসউদ এই মন্তব্য করেন।

আবদুল হান্নান মাসউদ বলেন, ‘দীর্ঘ সময় ধরে ভারত থেকে তাদের পুরোনো জীর্ণশীর্ণ অস্ত্র বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়ে আসছে। শেখ হাসিনার আমলে ভারত বারবার এই দেশকে হুমকির দিকে ঠেলে দিতে চোখ রাঙিয়েছে, এই দেশের সশস্ত্র বাহিনীকে তাদের দেশে প্রশিক্ষণ নিতে বাধ্য করে আসছে, এমনকি তাদের পুরোনো ট্যাংক, হেলিকপ্টার যেগুলো তারা ব্যবহার করতে পারছে না, সেগুলো বাংলাদেশের কাছে জোরপূর্বক বিক্রি করত।’

এনসিপি নেতা আরও বলেন, ‘যখন ড. মুহাম্মদ ইউনূস সরকার এসে সেই সশস্ত্র বাহিনীকে নতুনভাবে গড়ে তোলার জন্য ভারতের সঙ্গে চুক্তি হওয়া ২১ বিলিয়ন টাকার অস্ত্র কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তখনই একটা গোষ্ঠীর গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে গেছে। তারা বোঝাতে চেয়েছে ভারত থেকে অস্ত্র না কিনলে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে।’

জেলা সংগঠক মুনতাসির মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, অ্যাডভোকেট হুমায়রা নুর প্রমুখ।

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

‘কৌশলগত কারণে’ গণঅধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যাচ্ছেন বিএনপিতে

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

১৯ বছর পর বাবার কবরের পাশে একান্তে অশ্রুসজল তারেক রহমান

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা