হোম > রাজনীতি

সরকার মানুষকে গরিব বানিয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্যকে ‘নিষ্ঠুর রসিকতা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার গত ১২ বছরে দেশের মানুষকে গরিব বানিয়েছে।’ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে সরকারের কিছুই করার নেই’—বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করে রিজভী বলেন, ‘বাণিজ্যমন্ত্রীর বক্তব্য দুর্নীতির পক্ষে জোরালো সাফাই ছাড়া কিছুই নয়। কর্মহীনতা, অর্ধাহার, অনাহারক্লিষ্ট দেশবাসীর প্রতি বাণিজ্যমন্ত্রীর এটি নিষ্ঠুর রসিকতা। বাণিজ্যমন্ত্রীর বক্তব্যেই বোঝা যায়, দেশ আওয়ামী লীগ চালাচ্ছে না। আপনাদের কিছুই করার নেই। তাহলে দেশ চালাচ্ছে কে? দেশ চালাচ্ছে কোনো অদৃশ্য শক্তি। আর যদি কিছু করার না থাকে, জোর করে ক্ষমতা আঁকড়ে আছেন কেন? এত লোভলালসা কেন? কোনো ভদ্র সরকার ব্যর্থ হলে পদত্যাগ করে। এটাই গণতান্ত্রিক বিশ্বে উদাহরণ, দৃষ্টান্ত।’ 

বিএনপির ২০০১-২০০৬ শাসনামলের চেয়ে বর্তমান সরকারের শাসনামলে দ্রব্যমূল্য কয়েক শ গুণ বেড়েছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন,  দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, আইনের অপশাসন, গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে আওয়ামী সরকার বাংলাদেশে মনুষ্যসৃষ্ট দুর্যোগ সৃষ্টি করেছে।

রিজভী জানান, বিএনপির আমলে মোটা চালের দাম ছিল ১৬-১৭ টাকা, যা বর্তমানে ৫৫ থেকে ৬০ টাকা। চিকন চালের দাম ছিল ২২-২৪ টাকা, যা বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা। সয়াবিন তেলের দাম ছিল লিটারে ৪৪-৪৮ টাকা, যার বর্তমানে দাম ১৭০-১৭৫ টাকা। গরুর মাংসের দাম ছিল কেজিপ্রতি ১৪০-১৫০ টাকা, যা বর্তমানে ৬৫০ টাকা। মসুর ডালের দাম ছিল কেজিপ্রতি ৪৫ টাকা, যা বর্তমানে ১৩০ টাকা। ব্রয়লার মুরগির দাম ছিল কেজি প্রতি ৫৫ টাকা, এখন ১৭৫ টাকা। গুঁড়ো দুধ ছিল কেজিপ্রতি ২৮৫-৩৪৫ টাকা, যা বর্তমানে ৫৯০-৬৫০ টাকা। পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৮-১০ টাকা, যা বর্তমানে ৫৫ টাকা। কয়েক দিন আগে এটি ছিল ১৩০ টাকা। আলু কেজিপ্রতি ছিল ৬ টাকা, এখন ২৫ টাকা।

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা